Incessant rains, flooding roads in Delhi and Mumbai, warnings issued in several states
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: টানা মুষলধারে বৃষ্টি। আবহাওয়া স্বস্তি দিলেও ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্য যাত্রীদের। বুধবারেও জলমগ্ন দিল্লি ও মুম্বইয়ের রাস্তাঘাট। যার জন্য যানজটের সমস্যা সৃষ্টি হয়েছে একাধিক ব্যস্ত রাস্তায়। বুধবার দিল্লি ও মুম্বই দুই শহরে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবারেও দিল্লিতে হলুদ সতর্কতা জারি থাকবে। অন্যদিকে আজ মুম্বইয়ে সমুদ্রে তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। উপকূল সংলগ্ন বাসিন্দাদের সতর্কতা করেছে প্রশাসন। রাস্তায় আরও জল জমতে পারে।
মৌসম ভবন সূত্রে খবর, আজ গোয়া, মধ্য মহারাষ্ট্র, অতি ভারি বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, অন্যদিকে জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা, কেরল, কর্ণাটকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।