CBI has summoned Mathew Samuel again in the Narad case of Bengal, ordered to appear at the Bengaluru office on July 29.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ফের নারদ কাণ্ডে সক্রিয় হয়ে উঠল সিবিআই। আগামী ২৯ জুলাই তাঁকে বেঙ্গালুরুর অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, নোটিস পাওয়ামাত্রই ম্যাথু জানিয়েছেন তিনি দেশের বাইরে। তাই হাজিরা দিতে পারবেন না।এর আগে গত ৪ এপ্রিল নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়।
এবার বেঙ্গালুরুর অফিসে ডাকা হল ম্যাথুকে। শোনা যাচ্ছে, তাঁকে নথি নিয়ে ২৯ জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, ইতিমধ্যেই ম্যাথু জানিয়েছেন, তিনি বর্তমানে আমেরিকায় রয়েছেন। সেই কারণে হাজিরা দিতে পারবেন না। পরবর্তীতে তলব করা হলে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন।
উল্লেখ্য, ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে আগে নারদ স্টিং অপারেশনের ভিডিও প্রকাশ্যে আসায় রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। সেই ভিডিওতে রাজ্যের তৎকালীন মন্ত্রী-প্রাক্তন আইপিএস অনেককেই দেখা গিয়েছিল প্রকাশ্যে টাকা নিতে।