The price of potatoes and onions in the market is high, what is the reason for the price increase?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: এখন বাজারে যাওয়ার পর অনেকেই মন খারাপ করছেন। যে আলু গতকাল ৩২ টাকা কেজিতে কেনা হয়েছিল, আজ তা বিক্রি হচ্ছে ৩৫ টাকায়। আর গতকাল যে পেঁয়াজ ৭০ টাকা কেজিতে পাওয়া যেত, তা আজ ৮০-৯০ টাকা কেজি হয়ে গেছে। এই মূল্যবৃদ্ধি মধ্যবিত্ত পরিবারের সমস্যা বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হল বাজারে হঠাৎ করে এই দাম বৃদ্ধি কেন হচ্ছে?
কারণ খুঁজতে বিশেষ টাস্কফোর্স বাজারে অভিযান শুরু করেছে।তারা যে ছবিটির মুখোমুখি হয়েছিল তা হতবাক। এই ঘটনাগুলি বিশেষ করে কলকাতার বিমানবন্দর এলাকা এবং দমদমের বিভিন্ন বাজারের সাথে সম্পর্কিত। তবে শুধু কলকাতা নয়, উত্তরবঙ্গের বাজারেও ক্রমাগত বাড়ছে আলু, পেঁয়াজ ও সবজির দাম। জলপাইগুড়ির দিনবাজার ও স্টেশন বাজারে প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে জ্যোতি আলু। প্রতি কেজি লাল আলুর দাম ছিল প্রায় ৪০ টাকা।
কেন দাম বাড়ছে?
টাস্কফোর্স দেখেছে যে আলু বাজারে পৌঁছানোর জন্য বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে। প্রথমে ফ্রিজার থেকে আলু বের করে তারপর পাইকারি বাজারে পৌঁছায়। সেখান থেকে খুচরা বিক্রেতারা আলু কিনে বাজারে বিক্রি করে। কিন্তু টাস্কফোর্স এসব পদক্ষেপ নিয়ে তদন্ত করলে দেখা যায়, কিছু ব্যবসায়ী পাইকারি বাজার থেকে বেশির ভাগ আলু কিনে খুচরা বাজারে বিক্রি করছেন। এর কারণ ছিল দাম বৃদ্ধি এবং লাভের প্রত্যাশা। এসব ব্যবসায়ী আলুর দাম বাড়িয়ে দিয়েছিল, যার কারণে খুচরা বিক্রেতারাও বেশি দামে আলু বিক্রি করতে শুরু করেছে। শুধু তাই নয়, প্রথম পর্যায়ের ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে আলুর দাম বাড়িয়েছিল, যার ফল শেষ পর্যন্ত খুচরা বিক্রেতাদেরই ভুগতে হচ্ছে।এভাবে বাজারে কৃত্রিম মূল্য নির্ধারণের পরিবেশ তৈরি হয়েছে।