Mark Starr Stegen will not be able to play this season.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ৮ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন বার্সেলোনার তারকা গোলরক্ষক মার্ক স্টার স্টাগেন। জার্মানির এই গোলরক্ষক গত রবিবারের ম্যাচে ভিলারিয়ালের বিরুদ্ধে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। সেই ম্যাচে বার্সেলোনা পাঁচ গোল মারলেও দলের জয়ের থেকেও কোচের চিন্তার কারণ ছিল টার স্টাগেনের চোট, আর সেই আশঙ্কাই সত্যি হল। জানা গেছে তাঁর পায়ে বড় চোট লেগেছে। হাঁটুর হার ভেঙে গেছে, যার ফলে অস্ত্রোপচার করা হবে তাঁর। সেই কারণ চলতি বছরে তো ফেরার কোনও সম্ভাবনাই নেই। এমনকি গোটা মরশুমেই তাঁকে পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে অস্ত্রোপচারের পর ফিট হয়ে মাঠে নামতে আগামী মরশুম চলে আসবে। পিছন ফিরে বল ধরতে গিয়ে মাটিতে জোরে পড়ে যান টার স্টাগেন, তাতেই চোট লাগে তাঁর।