High Court allowed the march against the persecution of Hindus in Bangladesh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের হিন্দু দের ওপর অত্যাচারের বিরুদ্ধে আজ ১২ই নভেম্বর গোবর্ধন গিরি চারিটেবিল ট্রাস্ট এর পক্ষ থেকে পদযাত্রার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকারের তরফে যে রুট ঠিক করে দেওয়া হয়েছে সেই রুট অনুযায়ী পদযাত্রার আয়োজন করতে হবে বলে জানিয়েছে আদালত।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশপথযাত্রা শুরু হবে আর. আর. এভিনিউ থেকে সেখান থেকে লেনিন সরণি হয়ে মৌলালি পৌঁছে বেকবাগান ক্রসিং এ পদযাত্রা শেষ হবে সেখান থেকে পাঁচজনের প্রতিনিধি দল বাংলাদেশ হাইকমিশনে তাদের স্মারকলিপি জমা দিতে পারবেন।
এই গোটা রুটে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি আয়োজকদের ভলেন্টিয়াররা সর্বদা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখবেন বলে মন্তব্য করেছেন বিচারপতি। এর আগে পুলিশের তরফে পদযাত্রার অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ গোবর্ধন গিরি চারিটেবিল ট্রাস্ট।
এই রুটের গুরুত্বের কথা মাথায় রেখে পুলিশকে সতর্ক থাকতে হবে কোনরকম কোন অশান্তি হলেই লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। ১০০০ জনের বেশি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন না সাড়ে বারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত পদযাত্রার অনুমতি দেওয়া হয়েছে।