At least 10 Maoists are reported to have died in Chhattisgarh’s Sukma.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের সুকমায় গুলির লড়াইয়ে কমপক্ষে ১০ মাওবাদীকে খতম করা হল। ইনসাস রাইফেল, একে-৪৭ রাইফেল, এসএলআর রাইফেল-সহ অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, সুকমা জেলার দান্তেওয়াড়া, কোরাজুগুড়া, নগরম এবং ভান্ডারপাদার জঙ্গলে সেই গুলির লড়াই চলেছে। গুলির লড়াইয়ে কমপক্ষে ১০ মাওবাদীর মৃত্যু হয়েছে। ইনসাস রাইফেল, একে-৪৭ রাইফেল, এসএলআর রাইফেল-সহ অনেক অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আপাতত তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত মৃত মাওবাদীদের চিহ্নিত করা যায়নি।বস্তার রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি জানিয়েছেন, ওই এলাকায় মাওবাদীদের গতিবিধি নিয়ে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযানে ছিলেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং সিআরপিএফের জওয়ানরা। আর সেই গুলির লড়াইয়ে কমপক্ষে ১০ মাওবাদীর মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, মাওবাদকে দেশ থেকে নির্মুল করতে কোমর বেঁধে নেমেছে কেন্দ্র। সম্প্রতি এই বিষয়ে বার্তা দিয়ে অমিত শাহ বলেছিলেন, ‘‘আমি বিশ্বাস করি, লড়াই এখন শেষ পর্যায়ে। চূড়ান্ত হামলার সময় এসেছে। ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে আমরা দেশ থেকে মাওবাদ নির্মূল করব।’’ রিপোর্ট বলছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত ২৫৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। পাশাপাশি ৮৬১ জন গ্রেপ্তার ও ৭৮৯ জন আত্মসমর্পণ করেছেন।