Notice to many organizations about the use of Manu’s picture
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতকে জোড়া ব্রোঞ্জ পদক এনে দেওয়ার পর তাঁর ছবি বেআইনিভাবে ব্যবহারে অভিযোগ উঠল। ইতিমধ্যে তাঁর ম্যানেজার বেশ কয়েকটি সংস্থাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বলে খবর। তিনি ব্রোঞ্জ পদক জয়ের পরই দেশের একাধিক সংস্থা তাঁর ছবি দিয়ে বিজ্ঞাপন দিয়েছে। বিষয়টিতে অনেকে দেখাতে চেয়েছেন যে তাঁরা আদতে মনু ভাকেরকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, কিন্তু আদতে তাঁরা নিজেদের ব্যবসায়িক স্বার্থেই ব্যবহার করেছিলেন মনু ছবি। এই মর্মেই তাঁদের আইনি চিঠি পাঠাচ্ছে মনু ভাকেরের ম্যানেজার। গত রবিবার সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জয়ের পর মঙ্গলবার সরবজ্যোৎ সিংকে সঙ্গী করে মিক্সড ইভেন্টেও ব্রোঞ্জ পদক পান হরিয়ানার ২২ বছরের মেয়ে মনু ভাকের।