Spanish coach Manolo Marquez has been selected as the coach of the Indian football team.
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ভারতীয় ফুটবল দলের কোচ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ কোচ মানোলো মার্কোয়েজ। দীর্ঘদিন এদেশে কোচিংয়ের দায়িত্ব সামলে আসায় তাঁর ওপরই দায়ভার চাপিয়েছে এআইএফএফ। তিনি কোচের পদে আসা ভারতীয় ফুটবলের উন্নতি হবে বলে আশায় রয়েছে সকলে, কারণ আইএসএলে তাঁর ট্র্যাক রেকর্ড ছিল যথেষ্ট ভালো। এছাড়াও তিনি ভারতীয় ফুটবলের পরিবেশ এবং পরিকাঠামো সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহল। এরই মধ্যে ভারতীয় ফুটবল দলের সদ্য নিযুক্ত প্রধান প্রশিক্ষক মানোলো মার্কোয়েজকে শুভেচ্ছা সহ অভিনন্দন বার্তা পাঠিয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব I এর প্রত্যুত্তরে মানোলো মার্কোয়েজ ক্লাব কে ধন্যবাদ জানিয়েছেন এবং আসন্ন এএফসি কাপে তুর্কেমিনিস্তান এর সাথে ম্যাচে ক্লাবের সফলতা ও কামনা করেছেন I