Former Prime Minister Manmohan Singh retired from parliamentary politics.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সংসদীয় রাজনীতি থেকে অবসর নিলেন প্রাক্তন প্রধামন্ত্রীর মনমোহন সিং। ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং। এরপর কংগ্রেস কেন্দ্র থেকে সরে যাওয়ায় তিনি রাজ্যসভায় প্রতিনিধিত্ব করছিলেন। কিন্তু কয়েক মাস আগেই অসুস্থ হয়ে পড়েন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। মন চাইলেও শরীর আর শায় দিচ্ছিল না রাজনীতিতে থাকার। হয়ত মন থেকে কখনোই সংসদীয় রাজনীতিকে তিনি ভুলতে পারবেন না। দেশও পারবে না এমন এক প্রধানমন্ত্রীকে ভুলতে যার বিরুদ্ধে একটা অভিযোগ আনতেও বিরোধীদের এক সময় আতস কাঁচ নিয়ে বসতে হত।
দীর্ঘ ৩৩ বছরের বর্ণময় অধ্যায়েরই শেষ হল বুধবার ডক্টর মনমোহন সিংয়ের অবসর গ্রহণের সঙ্গে সঙ্গে। উল্লেখ্য তার আমলেই ১০০ দিনের কাজের প্রকল্প শুরু বলে দাবি করে কংগ্রেস। অর্থনীতির ওপর অসম্ভব সাধনার জন্য দেশের বহু অর্থনৈতিক কঠিন পরিস্থিতিতেও মুশকিল আসান হয়ে দাঁড়িয়েছেন বারবার। সেই রাজনৈতিক যাত্রাই যেন শেষ হল।