The order of demolition of Mandarmani hotel has been suspended by the High Court
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মন্দারমণিতে হোটেল ভাঙার নির্দেশে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এনজিটি’র নির্দেশ কার্যকর করতে মন্দরমণির সমুদ্রের পাড় থেকে হোটেল-রিসোর্ট ভাঙার যে নোটিস পূর্ব মেদিনীপুরের জেলাশাসক দিয়েছিলেন তাতে স্থগিতাদেশ দিয়েছে আদালত।আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে।কেন্দ্রীয় পরিবেশ আদালতে মন্দারমণির হোটেল নিয়ে একাধিক অভিযোগ করা হয়েছিল। উঠেছিল বেআইনি হোটেলের ইস্যুও। তার প্রেক্ষিতেই মন্দারমণির ১৪০টি হোটেল ভেঙে ফেলা হবে বলে নোটিস জারি করেছিল জেলা প্রশাসন। কিন্তু সেই বিষয় নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই শুক্রবার কলকাতা হাইকোর্ট এই নির্দেশে স্থগিতাদেশ জারি করেছে। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা মামলার সব পক্ষকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। আগামী ১০ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে এই রিপোর্ট জমা দিতে হবে। ফলে আপাতত স্বস্তিতে ওইসব হোটেল মালিকরা।