Sobhan Baisakhi to Baboon Banerjee, state ministers too The Chief Minister gave the Bhaifota
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শনিবার রাজ্যবাসীকে ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের কথা ও সুরে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর রবিবার তাঁর বাড়িতে হল ভাইফোঁটার অনুষ্ঠান। প্রতিবছরই সাড়ম্বরে এই অনুষ্ঠান হয়ে থাকে। নিজের ভাইদের ছাড়াও তিনি ফোঁটা দেন তাঁর ঘনিষ্ঠবৃত্তের ভাইদেরও।এই উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে সাজো সাজো রব পড়ে যায়। আর দিদির বাড়িতে কারা কারা যাচ্ছেন, সেই দিকে নজর থাকে রাজ্যের রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষেরও।বাংলার মুখ্যমন্ত্রীর ছয় ভাই। কিন্তু এক ভাই মারা গিয়েছেন। এবারও তিনি তাঁর পাঁচ ভাইকে ফোটা দিয়েছেন। ছিলেন অজিত, বাবুন-সহ অন্য ভাইরাও। পাশাপাশি এদিন দিদির বাড়িতে ফোঁটা নিতে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ওশাসকদলের নেতারাও। রবিবার সাড়ে ১২টা নাগাদ ভাইদের প্রতি বারের মতো এবারও ফোঁটা দেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তিনি ফোঁটা দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মেয়র ফিরহাদ হাকিম, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন, তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে।এদিন দিদির বাড়িতে উপস্থিত হয়ে ফোঁটা নিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র ও শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।