Mamata stormed the last campaign in support of party candidates from Kolkata South and Jadavpur.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: পয়লা জুন শেষ ভোট। তার আগেই শেষ প্রচারে ঝড় তুললেন মূখ্যমন্ত্রী তথা তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। হাঁটলেন ১২ কিলোমিটার পথ। বৃহস্পতিবার কলকাতা দক্ষিণ ও যাদবপুরের দলীয় প্রার্থীদের সমর্থনে যাদবপুরের সুকান্ত সেতু থেকে গোপালনগর পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেন তিনি। চারিদিকে ছিল উচ্ছ্বসিত মানুষের ভিড়। মুখ্যমন্ত্রীকে একবার দেখার জন্য রাস্তার দুদিকে ছিল জনস্রোত। মমতার সঙ্গে পা মেলান সায়নী ঘোষ, মহুয়া মৈত্র, বাবুল সুপ্রিয়-সহ দলের একাধিক তারকা ব্যক্তিত্ব। সকলের উদ্দেশে হাত নাড়েন তৃণমূল সুপ্রিমো।
পদযাত্রা শুরুর আগে এদিন ছোট্ট জনসভা করেন মমতা। সুকান্ত সেতুতে মঞ্চ তৈরি থাকলেও সেখানে ওঠেননি তিনি। রাস্তায় দাঁড়িয়ে মাইক্রোফোনেই জনতার উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেন তিনি। এদিকে সেই সভা থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ধ্যান নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি।তাঁর কথায়, ”৪৮ ঘণ্টার জন্য পাবলিসিটি স্টান্ট দেখাচ্ছেন।” ফের প্রশ্ন তুললেন, ক্যামেরা নিয়ে ধ্যান করার কী দরকার?
টানা ১২ কিলোমিটার হেঁটে যখন গোপালনগরে এসে মিছিল থামল, তখনও জনসমাগম একই। সকলে ক্লান্ত হলেও, জনসংযোগে উৎসাহ একবিন্দুও কম হয়নি। আগামী শনিবার শেষদফা ভোটের আগে শেষ প্রচারেও তৃণমূল সুপ্রিমো বুঝিয়ে দিলেন, কলকাতায় জোড়াফুলের গড় অটুট।