Chief Minister Mamata Banerjee announced the new recruitment in the state police.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজি কর কাণ্ডের জেরে বিরাট সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুজোর আগেই ১২ হাজার পুলিস নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে নবান্নে স্বাস্থ্য বিষয়ক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন। তিনি জানান, রাজ্য পুলিসে ১২ হাজার নিয়োগ হতে চলেছে।মুখ্যমন্ত্রী বলেন, “১২ হাজার পুলিসের রিক্রুটমেন্ট আটকে ছিল। সম্ভবত সোমবার এর অর্ডার আসবে। সেক্ষেত্রে হাসপাতালের সুরক্ষায় আরও জোর দেওয়া যাবে।”সোমবার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্ক নজর রয়েছে পুলিশের। আর সেই কারণে আরও বেশি পুলিশকর্মী দরকার। এসব ভেবেই এদিন মুখ্যমন্ত্রী পুলিশে ফের নিয়োগের ঘোষণা করেছেন। সোমবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে। এর পর আবেদনের ভিত্তিতে নিয়োগ হবে। তবে এই নিয়োগ নিয়ে আদালতে মামলা চলছে। সেই আইনি জট কাটলে তবেই নিয়োগ শুরু হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।