CM Mamata Banerjee is starting the inauguration of Durga Puja from Tuesday before Mahalaya.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার থেকেই দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্যবারের মতো এবারেও মহালয়ার আগেই উৎসবের শুরু করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দিন তিনি রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বোসের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করতে চলেছেন। এবারে পুজো অন্যান্যবারের মতো নেই। কারণ কেনা কাটা, বাজার দোকানে মানুষের ভাটা পড়েছে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায়। এই পরিস্থিতিতে মঙ্গলবার থেকে মুখ্যমন্ত্রী রাজ্যবাসিকে কি বার্তা দেন, এবং কিভাবে মানুষকে মন্ডপমুখি করেন সেদিকেই নজর থাকছে ব্যবসায়িদের। কারণ পুজোর ব্যবসার ওপর রাজ্যের কোষাগারও খানিকটা নির্ভর করে।