Before the meeting, Mamata’s written statement about Bengal’s deprivation went to the Niti Aayog
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নীতি আয়োগের বৈঠকে হাজির থেকেও বলার সুযোগ আসে সব শেষে। ঘণ্টার পর ঘণ্টা একতরফা ভাষণ শুনতে হয়। আলোচনার সুযোগ তেমন থাকে না। ফলে বাংলা নিয়ে বলার সুযোগ সেভাবে থাকে না। তাই এবার ভিন্ন পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী। নিজের বক্তব্য লিখিতভাবে আগেই পাঠিয়ে দেওয়া হল নীতি আয়োগে।
আগামীকাল অর্থাৎ ২৭ জুলাই বসতে চলেছে নীতি আয়োগের বৈঠক। উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং থাকবেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা। অতীতে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠকে যাননি। তবে এবার তিনি উপস্থিত থাকবেন। তবে বৈঠকে বসার আগেই নিজের বক্তব্য লিখিতভাবে দু দিন আগেই পাঠিয়ে দেওয়া হল নীতি আয়োগে। এর ফলে শনিবারের বৈঠকে মুখ্যমন্ত্রী থাকা অথবা না থাকা নিয়ে জল্পনার অবসান হল বলে মনে করা হচ্ছে।
নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি আসার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কর্মসূচি বাতিল করেন। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই আসেননি। এদিকে কংগ্রেসের তিন মুখ্যমন্ত্রী-সহ সাত বিরোধী মুখ্যমন্ত্রীর নীতি আয়োগে যোগ না দেওয়া নিয়ে এদিন জল্পনা উসকে যায়। তৃণমূল শিবির বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। কারণ, নীতি আয়োগে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর বক্তব্য ও সংশ্লিষ্ট কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় সৌজন্য ছাড়া এই বৈঠকের আর কোনও গুরুত্ব নেই।