Mamata said that bulldozer rule will not continue in Bengal like in Uttar Pradesh
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মন্দারমণিতে ১৪০টিক ওপর বেআইনি নির্মান বা হোটেলকে সম্প্রতি পরিবেশ আদালত ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পর পশ্চিত মেদিনিপুরের জেলা প্রশাসনও সেই সব নির্মানগুলো ভাঙার নির্দেশ দিয়ে দেন। কিন্তু সেই নির্দেশ দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়েই। এরপরই তিনি জেলা সফরে গিয়ে সেকথা জানতে পেরেই চটে যান। সঙ্গে নির্দেশ দেন সেই নির্মাণ ভাঙার কাজ যেন বন্ধ রাখা হয়। একই সঙ্গে তিনি জানিয়েছেন বাংলায় বুলডোজার রাজ চলবে না উত্তর প্রদেশের মতো। অতীতে উত্তর প্রদেশে যোগীর মডেলই অনেকে নিতে চান। তবে মুখ্যমন্ত্রীকে জানিয়ে কিভাবে জেলা প্রশাসন এই সিদ্ধান্ত নিল সেই নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মুখ্যমন্ত্রীও বিষয়টায় যথেষ্ট ক্ষুদ্ধ।