‘Pujo is out of politics’, ‘Pujo is blacklisted if there is an accident’ – chief minister’s stern warning.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: হাতে আর বেশিদিন নেই,আড়াই মাস। তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। প্রতি বছরের মতো এ বারেও পুজো নিয়ে ক্লাবগুলির সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিকাল ৪টে থেকে এই বৈঠক শুরু হয়। ক্লাব সংগঠনকে নিয়ে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি, ‘মনে রাখবেন পুজো কিন্তু রাজনীতির বাইরে। দুর্ঘটনা ঘটলে সেই পুজো ব্ল্যাকলিস্ট হয়ে যাবে।’
ভিআইপি কার্ডের প্রসঙ্গে এদিন তিনি জানান, ‘আমি ভিআইপি কার্ডের বিরুদ্ধে। সাধারণ মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াবে, আর ভিআইপিরা ঢুকে যাবে, এটার আমি পক্ষপাতী আমি নই।’ তিনি আরও বলেন, ‘বাসস্ট্যান্ড, ফেরি ঘাট এগুলি দেখতে হবে। কার কী কাজ হবে, সেটা পরিষ্কার করে বলুন। মেয়েদের নিরাপত্তা নিয়ে যেন কোনও সমস্যা না হয়। আরও বেশি ভলিন্টিয়ার রাখবেন। ভিড় এড়াতে আলাদা এন্ট্রি ও এক্সিট করুন