Mamata Banerjee started the festival in Kolkata amid protests
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই মহালয়া। তার আগেই উৎসবের সূচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী। বলে রাখা ভালো পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নয়। তিনি উৎসবের সূচনা করলেন। নিজেই জানিয়ে দিয়েছেন সেকথা। শ্রীভূমির উৎসবের উদ্বোধন করলেন তিনি।
এদিকে পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে নানা সময়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল। তবে এবার এনিয়ে যথেষ্ট সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পিতৃপক্ষে মায়ের পুজোর উদ্বোধন হয় না। ধর্ম শাস্ত্র এসব আমিও কিছুটা জানি…আবার তো সবাই ন্যারেটিভ শুরু করবেন মহালয়ার আগে পিতৃপক্ষের উদ্বোধন করে দিলেন মূখ্যমন্ত্রী। এত বোকা মমতা বন্দ্যোপাধ্যায় নন। মঙ্গলবার বিকালে শ্রীভূমির উৎসবের সূচনা করলেন মমতা।
এবার তিরুপতির বালাজি মন্দিরের আদলে তৈরি হয়েছে শ্রীভূমির পুজো। বিরাট মণ্ডপ। বেশ দৃষ্টিনন্দন মণ্ডপ। এদিকে শ্রীভূমিতে গিয়ে ঢাক বাজান মমতা।
একদিকে কলকাতায় যখন প্রতিবাদ মিছিলে মুখর তখন উৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মহালয়ার আগেই শুরু হল উৎসব। শ্রীভূমির মণ্ডপের দরজা খুলে দেওয়া হল দর্শনার্থীদের জন্য।