Chief Minister Mamata Banerjee spoke to Jharkhand Chief Minister Hemant Soren about water shortage.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে জল ছাড়া নিয়ে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেনুঘাট জলাধার থেকে হঠাৎ করে বিপুল জল ছাড়ায় প্রভাবিত হয়েছে বাংলা, জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতি ‘ম্যান মেড’ বলেও ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি এইমাত্র ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে কথা বললাম এবং বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। তেনুঘাট জলাধার থেকে হঠাৎ করে বিপুল জল ছাড়া নিয়ে আমি তাঁর সঙ্গে আলোচনা করেছি। ওই জল ইতিমধ্যেই বাংলায় বইতে শুরু করেছে।’
উল্লেখ্য, ঝাড়খণ্ডে টানা বৃষ্টির জেরে মাইথন, পাঞ্চেত এবং তেনুঘাট বাঁধ থেকে জল ছাড়া হয়েছে। আর এতে বিপর্যস্ত বাংলা। রাজ্যকে না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি, শনিবার নবান্নের তরফে এমনই অভিযোগ করা হয়। সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল বলেন, ‘রাজ্য সরকারকে না জানিয়েই গত ৪৮ ঘণ্টায় প্রচুর জল ছেড়েছে ডিভিসি।’ আরও এক লাখ কিউসেক জল ছাড়া হলে তা বিপজ্জনক হতে পারে রাজ্যের জন্য, আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি।