Chief Minister’s message to stand by the jobless, I will fight as far as necessary – assured the CM Mamata Banerjee
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কলকাতা হাই কোর্টের রায়ে যে শিক্ষকেরা চাকরি হারিয়েছেন, তাঁদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রায়গঞ্জের জনসভা থেকে তিনি জানালেন, আদালতের সোমবারের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে যাবেন তিনি। এই রায়কে ‘বেআইনি’ বলেও দাবি করলেন তিনি।
তিনি বলেন, এই মানুষগুলোর পরিবার আছে। তাঁদের কী হবে? যদি হতাশার বসে কেউ কিছু করে বসে, তবে তার দায় কে নেবে? অনেকেই অবসাদে ভুগছেন। তাই বলছি, অবসাদে ভুগবেন না, হতাশ হবেন না। সরকার আপনাদের পাশে আছে।
মুখ্যমন্ত্রীও এদিন আরও জানান, মামলা মোকদ্দমার জন্য বিভিন্ন দফতরে বহু নিয়োগ বন্ধ হয়ে গিয়েছে। তিনি বলেন, আদালত আদালতের কাজ করুক। আমরা আমাদের কাজ করব। আমি তিন মাসের মধ্যে পুলিশের সব নিয়োগ শেষ করতে বলেছি। ডিএ আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করে তিনি বলেন, আমরা তো তবুও ১৩৫ শতাংশ ডিএ দিয়েছি। সিপিএম আমলে তো ডিএ দেওয়াই হত না। মনে রাখবেন, ডিএ বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। কত দিন ধরে কাজকর্ম না করে সরকারি কর্মচারীরা শহীদ মিনার ময়দানে বসে আছেন