No one person, Tmc Parliamentary Party will decide on the position in Parliament, clear message from Mamata
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার রাঁচি থেকে কলকাতা ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে ফের সংসদে দলের অবস্থান প্রসঙ্গে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ফের জানিয়ে দিলেন, সংসদে তৃণমূলের অবস্থান কী তা কোনও একজন ব্যক্তি ঠিক করবেন না, ঠিক করবে সংসদীয় দল।
আসলে বৃহস্পতিবার ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠান থেকে কলকাতায় ফেরার পরে বিমানবন্দরের বাইরে তাঁকে প্রশ্ন করা হয় যে বাংলাদেশ ইস্যুতে সংসদে কি অবস্থান নেবে তৃণমূল? সেটার প্রেক্ষিতে মমতা বলেন, ‘পার্লামেন্টে যা স্ট্যান্ড নেওয়ার সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারও ম্যাটার নয়। এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে লোকসভা এবং রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল।’লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন, ডেপুটি সাগরিকা ঘোষ এবং চিফ হুইপ নাদিমুল হকরা সিদ্ধান্ত নেবেন। তাঁরা জিজ্ঞাসা করলে তিনিও নিজের মতামত দেবেন। আর তিনি যে তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপার্সন, সেটাও জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।