‘BJP stands on one leg!’ Chief Minister Mamata taunts BJP from protest meeting
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শুক্রবার আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ডোরিনা ক্রসিংয়ের জনসভা আর জি কর কান্ডে বিজেপি কে কটাক্ষ করতে ছাড়লেন না। তিনি এদিন বলেন, ‘‘এ সব করে আজ আপনারা এক পায়ে দাঁড়িয়ে রয়েছেন। আর একটা পা নীতীশের উপর, চন্দ্রবাবুর উপরে। দেশে একটাও মহিলা মুখ্যমন্ত্রী করেননি। আমি নিজেকে মহিলা মনে করি না। আমার কাছে ভাই, বোন, হিন্দু, শিখ, সকলে সমান। আমরা চরিত্র হনন করে, কুৎসা করে খাই না।’’
মমতা আরও বলেন, ‘‘ অপপ্রচার করেছেন আপনারা। বিজেপির হাতের তামাক খাচ্ছে কংগ্রেস, সিপিএম। মণিপুর প্রসঙ্গে কেন্দ্রকে তোপ মমতার, এদিন বলেন, ‘‘মণিপুর সামলাতে পেরেছন? নাগাল্যান্ড, অসম সামলাতে পেরেছেন? মিথ্যে প্রমাণিত হয়। যতই কুৎসা করা হোক। ওগুলো ফেক ভিডিয়ো। সত্য নয়। সত্য মানতে আমার অসুবিধা নেই।’’