Trinamool supremo Mamata Banerjee arrived at Dharmatala to check the preparations for 21July manch
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ধর্মতলায় পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারই তৃণমূলের শহিদ সমাবেশের আগের পরিস্থিতি খতিয়ে দেখতে যান। এবারও সেভাবেই গেলেন মমতা । গত কয়েকদিন ধরেই তৃণমূলের নেতা-নেত্রীরা সমাবেশ-স্থলে পৌঁছ পরিস্থিতি দেখছেন। এদিনও দুপুর থেকেই শাসক দলের নেতারা সমাবেশ স্থলে পৌঁছতে শুরু করেন । এদিন ববি হাকিম থেকে শুরু করে সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, মদন মিত্রর মতো নেতারা হাজির হন । নবনির্বাচিত সাংসদদেরও অনেকেই দেখা গিয়েছে। দলের নেতাদের সঙ্গে কথা বলেন মমতা । সভার সমস্ত কাজ ঠিক করে হচ্ছে কিনা তাও খতিয়ে দেখেন । প্রয়োজনীয় নির্দেশও দেন মমতা। স্বভাবতই তাঁর উপস্থিতি ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে নতুন করে উৎসাহের সঞ্চার হয়েছে। তবে এই প্রথম নয় এর আগেও একুশের মঞ্চের কাজ খতিয়ে দেখেছেন মমতা। সেরেছেন একাধিক বৈঠকও।
প্রতি বছরের মতো এবারও ধর্মতলার (Dharmata) ভিক্টোরিয়া হাউসের তৈরি হয়েছে একুশে জুলাই, শহিদ সমাবেশের মঞ্চ। তবে এবার মঞ্চসজ্জায় খানিকটা বদল করা হয়েছে। ঝড়বৃষ্টির কথা ভেবে ব্যাকড্রপ চওড়া হয়েছে। এছাড়া সামনের দিকের মঞ্চও খানিকটা বাড়ানো হয়েছে। নতুন মঞ্চ কেমন হল, তা দেখতে শনিবার সন্ধেবেলাই সেখানে পৌঁছে যান দলনেত্রী। গত কয়েক বছর ধরে ২১ জুলাইয়ের আগের দিন প্রস্তুতি খতিয়ে দেখতে যান। এবার আবার লোকসভা ভোটের দারুণ ফলাফলের পর একুশের সমাবেশ। তাই বিশেষ প্রস্তুতি।