Mamata Banerjee called a working committee meeting at Kalighat after the results of the by-elections.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই উপনির্বাচনের ফলাফল প্রকাশ হবে। আগামী শনিবার বাংলার ৬ আসনের উপনির্বাচনের ফলপ্রকাশ। তবে ফলাফল যেটাই হোক আগামী সোমবার তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক ডেকেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং দলের শীর্ষ নেতাদের মুখোমুখি হতে হবে দলনেত্রীর। তবে সোমবার কালীঘাটে এই বৈঠক ডাকা হয়েছে। সেখানে কয়েকজনকে কড়া ধমকের মুখে পড়তে হতে পারে বলে সূত্রের খবর।
তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাসভবনে যে বৈঠক হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওই বৈঠক থেকেই বিশেষ বার্তা দেওয়া হবে। আগামী সোমবার শুরু হচ্ছে সংসদের এবং বিধানসভার শীতকালীন অধিবেশন। তাই কোথায়, কেমন স্ট্রাটেজি নিতে হবে সেটা এই বৈঠকে বাতলে দেওয়া হবে। তাই সোমবার দলের বৈঠক ডেকেছেন তৃণমূলনেত্রী। আর বৈঠক হবে কালীঘাটে। আরজি কর হাসপাতালের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই প্রথম সংগঠনিক বৈঠক হতে চলেছে। তাই পরিস্থিতির নিরিখে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দলের রদবদল। বেশ কিছুদিন ধরেই চর্চায় রদবদল। এবিষয়ে একাধিক শীর্ষনেতারা কথা বলেছেন। কিন্তু কোনও সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে, এই কর্মসমিতির বৈঠকে রদবদল নিয়েও আলোচনা হতে পারে। তবে কী নিয়ে আলোচনা হবে, তা নিয়ে দলের তরফে কোনও তথ্যই মেলেনি।