The Chief Minister is coming down on the RG Kar issue, what is the demand of the Chief Minister?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আরজিকর কাণ্ডে এক সপ্তাহ ধরে উত্তাল রাজ্য। পথে নেমেছে একাধিক রাজনৈতিক দল। এবার ডাক্তারি ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের অভিযোগে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের ফাঁসির দাবিতে শুক্রবার রাজপথে মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কোন দাবিতে এই মিছিল? এক্স হ্যান্ডেলে জানালেন ডেরেক ও ব্রায়েন।
দাবি গুলি: প্রথমত, প্রতিদিন তদন্তে কী উঠে আসছে তা জানাতে হবে। দ্বিতীয়ত, রবিবারের মধ্যে সিবিআইকেও রহস্যভেদ করতে হবে। তৃতীয়ত, কলকাতা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু সব অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে। মামলা পাঠাতে হবে ফার্স্ট ট্র্যাক কোর্টে। এছাড়া মুখ্যমন্ত্রীর দাবি, এই মামলার ক্ষেত্রে চুপচাপ বিষয়টিকে ‘কবর’ দেওয়া উচিত হবে না। যত দ্রুত সম্ভব দোষীদের শনাক্ত করে কঠোরতম শাস্তি দিতে হবে। এই বর্বরচিত কাজে জড়িতরা যাতে কোনওভাবেই ছাড় না পায়, সেই দাবি তো রয়েইছে।
দলীয় সূত্রের খবর, আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে শুক্রবার বিকেল ৪টেয় মৌলালি মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করা হবে। সেই সঙ্গে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ১৭ এবং ১৮ তারিখ জেলার ব্লকে ব্লকে ধর্না কর্মসূচি নিয়েছে তৃণমূল।