November 3, 2024 2:41 pm

১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 3, 2024 2:41 pm

১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Mamta Banerjee:একের পর এক গণপিটুনির ঘটনা বিশিষ্টজনদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

The Chief Minister’s meeting with the prominent people in the case of one after another mob lynching

রাজ্য

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক:

গত দুয়েক দিন ধরে ধরে রাজ্যের জেলা ও মহানগরের বুকে গনপিটুনির ঘটনায় চিন্তিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে কড়া অবস্থানের কথা জানিয়েছে রাজ্য প্রশাসন। এবার সমাজের বিশিষ্টজনদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরের সৌজন্য সভাগৃহে হবে এই বৈঠক।

মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে গনপিটুনি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ও এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা। সরকার যে এই বিষয়ে যথেষ্ট কড়া পদক্ষেপের পথে হাঁটতে পিছপা হবে না, জানানো হয়েছিলো সেটাও। মঙ্গলবার এর পর বুধবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সব পুলিশ সুপার, পুলিশ কমিশনার, রেল পুলিশ, সাইবার সেল এর আধিকারিকদের। সেখানেও এগারো দফা নির্দেশ দেওয়া হয়েছে। এই আবহে বৃহস্পতিবার সমাজের বিশিষ্টজনদের নিয়ে মুখ্যমন্ত্রীর একটি বৈঠক ডাকার কথা জানা যাচ্ছে। নবান্ন সূত্রে খবর, বৃহস্পতিবার বিকাল চারটা নাগাদ আলিপুরের ‘সৌজন্য’ সভাঘরে এই বৈঠক হবে।

নবান্ন সূত্রের খবর, বৃহস্পতিবার এর বৈঠকে রাজনীতি ব্যতিরেকে সমাজের বিশিষ্টজনদের ডাকা হয়েছে। বৈঠকে কিছু সরকারি আধিকারিক‌ও উপস্থিত থাকবেন। মনে করা হচ্ছে, গনপিটুনি সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের হাতে আইন তুলে নেওয়ার প্রবনতা ঠেকাতে সরকার যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। কিন্তু এই বিষয় নিয়ে বিশিষ্টজনদের প্রতি সরকার হয়তো কিছু আবেদন করতে পারে। অথবা বৈঠকে বিশিষ্টজনদের মতামত ও সরকার নিতে পারে। পাশাপাশি কেন্দ্রিয় সরকারের জন বিরোধী নীতি নিয়ে বিশিষ্টজনদের আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করার বিষয়ে নিজের মনোভাব ব্যক্ত করতে পারেন মুখ্যমন্ত্রী। বৈঠক নিয়ে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু বলা না হলেও, বৈঠকে আমন্ত্রণ পাওয়া এক বিশিষ্ট জন জানালেন,”মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কাছ থেকে কিছু পরামর্শ চাইতে পারেন। তবে মুখ্যমন্ত্রী ঠিক কি ভাবছেন সেটা বৈঠকে গেলেই বুঝতে পারবো। তার আগে আন্দাজে কিছু বলাটা ঠিক নয়।”

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top