Before the Lok Sabha polls, Mamata once again expressed her fears about Ram Navami.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ভোটের আগে রামনবমী পালন নিয়ে ফের পারদ চড়তে শুরু করেছে। এবছর লোকসভা ভোটের আগে ফের রামনবমী নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন মমতা।
এদিন মুখ্যমন্ত্রী নির্বাচনী জনসভা থেকে বলেছেন, রাম নবমীর দিন অশান্তি তৈরি করার পরিকল্পনা করছে বিজেপি। উল্টো দিকে শুভেন্দু বলছে রাম নবমী নিয়ে উস্কানি ছড়াচ্ছে মমতা ব্যানার্জি।
অন্যদিকে, আজ হাওড়ায় রামনবমী শোভাযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে হাইকোর্ট। জমায়েত কমিয়ে শোভাযাত্রার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্তর। ২০০ জনের জমায়েত নিয়ে শোভাযাত্রায় অনুমতি দেওয়া হয়েছে। এদিন আদালতের তরফে জানানো হয়েছে, বি ই কলেজের ১ নম্বর গেট থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত করা যাবে শোভাযাত্রা। দুপুর ৩টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত শোভাযাত্রা করতে পারবে বিশ্ব হিন্দু পরিষদ। মিছিল কোথাও দাঁড়াবে না। অস্ত্রশস্ত্র ব্যবহার করা যাবে না। প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না। শোভাযাত্রায় রামের মূর্তি ব্যবহারের জন্য একটি গাড়ি রাখার অনুমতি দেওয়া হয়।