Crackers with noise should not be burst, CM Mamata Banerjee warns
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: শব্দবাজি নিয়ে এবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনতেরসের দিন থেকেই কলকাতার বিভিন্ন ক্লাবেরই কালীপুজের উদ্বোধন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক ক্লাবের মধ্যে এদিন ভবানীপুরের ভেনাস ক্লাবের পুজো উদ্বোধনেও গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়েই সকলকে সতর্ক করে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, জোরে ডিজে বাজানো যাবে না। সাধারণ বয়স্ক মানুষ জোরে ডিজে বাজানোর বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেনা, তাই তিনিই তাঁদের হয়ে বলে যাচ্ছেন। এছাড়াও জোরে আওয়াজ হওয়া শব্দবাজী না ফাটানোর জন্যেও তিনি আবেদন করেন। এমনিতেই শব্দবাজী নিয়ে কলকাতা পুলিশ সাম্প্রতিককালে সতর্ক থেকেছে, ব্যাপক ধরপাকড়ও করেছে। এরই মধ্যে ফের একবার মুখ্যমন্ত্রী সতর্ক করে দিলেন।