Chief Minister Mamata Banerjee cooked Bhog on Kali Puja
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: প্রতিবছরই কালীঘাটের বাসভবনে কালীপুজোর আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বছরে ৪৭ বছরে পড়ল মমতার বাড়ির পুজো। সোশ্যাল মিডিয়ায় প্রতিমার ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। কালীপুজোর আয়োজন থেকে ভোগ রান্না, সকাল থেকেই ব্যস্ত থাকেন মমতা। এবছরও তার ব্যতিক্রম ছিল না।
বৃহস্পতিবার রাতেই কালীপুজো মুখ্যমন্ত্রীর বাড়িতে। এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীকে কালীপুজোর শুভেচ্ছাও জানান মমতা। ধানের শিস, কুলোতে সেজে উঠেছে মুখ্যমন্ত্রীর বাড়ির মণ্ডপ। অতিথি আপ্যায়ণের পাশাপাশি দেবীর আরতির সময় কাঁসর ঘণ্টা হাতেও দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে।
সন্ধের পর থেকে যথারীতি ভোগেরআয়োজনেও সামিল হতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। বাকি পাঁচজনের সঙ্গে খুন্তি হাতে নিজেই ভোগ রান্না করলেন মমতা। কালীঘাটের বাড়ির হেঁশেল থেকে ধরা পড়ল সেই ছবি।
দুর্গাপুজোর পর এবার কালীপুজো নিয়ে গানও লিখেছেন মমতা। এক্স হ্যান্ডেলে পোস্ট করেন সেই ভিডিয়ো। গানের নাম দিয়েছেন ‘আলোর সাথে নিশীথ রাতে মা এসেছেন ঘরে।’ গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন।