CM Mamata intervenes to solve Tollywood problems, meeting starts in Nabanna,
লাইট-ক্যামেরা-অ্যাকশন বন্ধ৷ সোমবারের পর মঙ্গলবারও জট কাটল না টলিপাড়ায়৷ আজ মঙ্গলবার সকাল থেকেই টলিপাড়ায় ধারাবাহিক-সিনেমার সমস্ত শ্যুটিং বন্ধ৷ কবে কাটবে জট? তা নিয়ে বাড়ছে চিন্তা৷ অবশেষে টলিপাড়ার জট কাটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক শুরু করলেন নবান্নে। বৈঠকে উপস্থিত রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও পরিচালক গৌতম ঘোষ
নবান্ন সূত্রে খবর, টলিপাড়ার জট কাটাতে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ফোন করেন অভিনেতা দেবকে। তারপরই দেব প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিয়ে আসেন। আপাতত যাতে শ্যুটিং শুরু করা যায় সেই বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। মন্ত্রী অরূপ বিশ্বাস ও বৈঠকে উপস্থিত রয়েছেন।