Mamata Banerjee’s message to junior doctors again
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল আগেই জানিয়েছিল কয়েক লক্ষ মানুষ স্বাস্থব্যবস্থা থেকে বঞ্চিত হয়েছে টানা ১ মাস ধরে আরজি কর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য। এই আবহেই সুপ্রিম কোর্ট তাঁদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে। সেই প্রশঙ্গে নবান্ন প্রশাসনিক বৈঠক থেকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা যা যা আবেদন করেছেন, সবই মেনে নিয়েছে তাঁর সরকার। কিন্তু এখনও কর্মবিরতি চলছে। কিন্তু পুলিশ কমিশনারকে বদলে দেওয়ার কথা মেনে নিতে পারবেন না তিনি। এছাড়াও সিবিআইয়ের কাছে তিনি দাবি জানিয়েছেন যাতে দোষির দ্রুত এবং কঠোর শাস্তি হয়। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন যাতে উৎসবের মরশুমে তাঁরা কাজে ফেরেন এবং পরিবেষা ব্যাহত না হয়।