The chief minister will meet with the junior doctors in Navanna next Monday
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অনশনরত ডাক্তারদের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সরকারকে ডেডলাইন বেঁধে দেওয়ার পর শনিবার দুপুরে অনশন মঞ্চে পৌঁছে যান মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এরপর মুখ্যসচিবের ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। অনশন থেকে সরে আসার অনুরোধ জানান তিনি। স্পিকারে সেই ফোনবার্তা শোনানো হয় চিকিৎসকদের। আগামী সোমবার তাঁদের সঙ্গে নবান্নে বৈঠকে বসতে চান মমতা। ওইদিন বিকেল ৫টায় সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, তাঁর নিজের কিছু কর্মসূচি বাতিল করে তিনি আগামী সোমবার নবান্নে বৈঠকে বসবেন। বিকেল ৫টায় সময় দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেন, ‘পাঁচটা মানে কিন্তু পাঁচটাই। আমাকে ২-৩ ঘণ্টা বসিয়ে রাখবেন না। আমার অনেক কাজ আছে।’দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ সহ একাধিক চিকিৎসক এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেন। মমতা ১০ দফা দাবি জানতে চান। একে একে সব দাবির কথা বলেন তাঁরা।