‘No compromise with injustice’, Chief Minister’s message on Muharram
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: অন্যায়ের সঙ্গে আপস করা উচিৎ নয় ৷ আর এই শিক্ষাই পাওয়া যায় মহরম থেকে ৷ বুধবার সকলকে শান্তির পথে চলার বার্তা দিয়ে এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আজ মহরম।বুধবার সকাল থেকেই বিভিন্ন প্রান্তে নজরে পড়ছে মহরমের তাজিয়ার প্রস্তুতি। যে বড় তাজিয়াগুলো বেরনোর কথা সেগুলির রুট মাথায় রেখে পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তা আটকে দেওয়া হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলোতে সকাল থেকেই মোতায়েন করা হয়েছে পুলিশ।বড় তাজিয়াগুলি বেরনোর জন্য বিভিন্ন রাস্তায় যান চলাচলের রুটও পরিবর্তন করেছে পুলিশ ৷ এরই মধ্যে মহরমের সকালে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ৷
তবে মহরমে শান্তির বার্তা দেওয়ার পাশাপাশি অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথাও বলেছেন মমতা ৷ এদিন সকলকে মহরমের শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “পবিত্র মহরম অন্যায়ের সঙ্গে আপোশ না করার শিক্ষা দেয়। আসুন আমরা সকলে মিলে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে যাই ।”