Mamata Banerjee herself thanked Modi and Rahul for her health wishes on social media.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে আঘাতের খবর পাওয়া মাত্রই এক্স হ্যান্ডেলে তাঁর সুস্থতা কামনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল সহ বিরোধী দলনেতারা। শুক্রবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকা তৃণমূলের এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনাগ্রস্ত অবস্থার ছবি। ছবিতে দেখা যায় কপালে গভীর ক্ষত। নাক-গালে গড়িয়ে আসা রক্তের দাগ। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ তৈরি হয় রাজনৈতিক মহল থেকে শুরু আমজনতার মধ্যে। রাতেই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী সুস্থতা কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি তাঁর সুস্থতা কামনা করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর চৌধুরী, সুকান্ত মজুমদার, হিমন্ত বিশ্বশর্মা, দেব -সহ অন্যান্যরা।
শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে, মোদি থেকে রাহুল গান্ধীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি ফিরে আসেন তিনি। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানেই ছিলে