Mallikarjun Kharge in the commission against the Prime Minister, also targeted the commission
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: নির্বাচন কমিশনে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে। কদিন আগেই প্রধানমন্ত্রী বলেছিলেন রামমন্দিরের ওপর বুলডোজার চালিয়ে দেবে কংগ্রেস আর সমাজবাদি পার্টি, যদি তাঁরা ক্ষমতায় আসে। এই মর্মেই এবার কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ করল কংগ্রেস। এই ভাষণের মাধ্যমে তিনি ঘৃণা ছড়াচ্ছেন এবং উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, দাবি করেছে কংগ্রেস। সাংবাদিক বৈঠকেও এই নিয়ে সরব হয়েছেন খড়গে। তিনি বলেছেন, কংগ্রেস এত বছরেও কখনও বুলডোজার চালায়নি। যিনি উস্কানি দিচ্ছেন, তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। কংগ্রেস সংবিধান মেনে চলে, এক্ষেত্রে তাঁরা সেই পথেই হাঁটবেন বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি, যদিও প্রধানমন্ত্রী কোনও আচরণ বিধি মানছেন না বলে এর আগেও নির্বাচন কমিশনে নালিশ করেছিল বিরোধী দল। এছাড়াও কমিশনের বিরুদ্ধেও তিনি অভিযোগ করেছেন, যে প্রধানমন্ত্রী নির্দেশেই আসল দলগুলিকে ব্রাত্য করে অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডের দলকে দলীয় প্রতীক ব্যবহার করতে দেওয়ার জন্য।