November 11, 2024 2:13 am

২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

November 11, 2024 2:13 am

২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

Mallikarjun Kharge : কংগ্রেস ভবনের বাইরে মল্লিকার্জুন খাড়গের মুখে কালি!

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

A photo of party president Mallikarjun Kharge has been inked outside the Congress office in Kolkata.

কলকাতায় কংগ্রেসের দপ্তরের বাইরে রাখা বিশাল পোস্টার। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছবি। আর সেই ছবিই হল কালিমালিপ্ত! রবিবার বিধান ভবনের সামনে রাখা সেই ছবিতে দেখা গেল, মল্লিকার্জুন খাড়গের মুখে কেউ বা কারা কালি ছিটিয়ে দিয়েছে।শুধু তাই নয়, তার উপরে ‘টিএমস-র দালাল’ লিখে দেওয়া ছিল।

প্রথমে বিধানভবনের নিরাপত্তারক্ষী কিংবা কর্মীরা কেউই বিষয়টি দেখতে পাননি। বেলার দিকে একজন দেখার পরই শোরগোল পড়ে যায়। কংগ্রেস কর্মীরা দ্রুত হোর্ডিংটাকে সরিয়ে ফেলেন। প্রথমে কালি মোছা হয়। তারপরও তাতে থেকে যায় দাগ। সেই দাগ দুধ দিয়ে ধুয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়।

প্রসঙ্গত জোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ইন্ডিয়া জোট আমিই তৈরি করেছি। আমি জোটে থাকব। অল ইন্ডিয়া লেভেলে আমরা বিরোধী জোট ইন্ডিয়া তৈরি করেছিলাম। আমরা জোটে থাকব। অনেকে আমাকে ভুল বুঝেছে।” এই কথার পাল্টা দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী। তাঁর কথায়, “এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কোনওভাবে খাতির করতে পারব না। এ বাংলায় যে মহিলা আমাদের খতম করেছে, আমি সমর্থন করতে পারি না।”এই বিষয়েই খাড়গের বক্তব্য ছিল, “উনি জোটে আছেন, এটা নিশ্চিত। আর অধীর চৌধুরী কোনও সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়, সিদ্ধান্ত নেওয়ার জন্য কংগ্রেস দল আছে, হাইকমান্ড আছে। তারপরেই এই কালি ছেটানোর ঘটনা ঘটে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top