Malda Akruramani High School Exam Center 41 mobile phones seized from job seekers
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রবিবার এএনএম-জিএনএম পরীক্ষা হয় রাজ্যজুড়ে। মালদহ জেলাজুড়েও এই পরীক্ষা চলছিল এদিন। পরীক্ষা কেন্দ্র থেকে বাজেয়াপ্ত ৪১ টি মোবাইল ফোন। ঘটনা মালদহের আক্রুরমনি হাই স্কুলের।
জানা যায় আজ জেলা জুড়ে এ এন এমের পরীক্ষা ছিল। ঠিক সেই রকমই আক্রুরমনি হাই স্কুলে চাকরিপ্রার্থীদের সিট পড়েছিল। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার সময় লুকানো অবস্থায় ফোন নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল ৪১ জন চাকরিপ্রার্থীরা। ঠিক সেই সময় তাদের মোবাইল ফোনগুলি বাজেয়াপ্ত করে স্কুল কর্তৃপক্ষ।
পরীক্ষা শেষে ফোন গুলি ইংলিশ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও চাকরিপ্রার্থীদের দাবি এই ফোনগুলি তারা স্কুল কর্তৃপক্ষকে রাখতে দিয়েছিল। এই নিয়ে পরীক্ষা শেষে সাময়িক উত্তেজনারও সৃষ্টি হয়। যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক অজয়কৃষ্ণ রায় বলেন, “বেলা ১২টা থেকে দেড়টা অবধি পরীক্ষা ছিল। ৪১টি মোবাইল উদ্ধার হয়েছে।”
উল্লেখ্য, রবিবার এএনএম-জিএনএম পরীক্ষা হয় রাজ্যজুড়ে। মালদহ জেলাজুড়েও এই পরীক্ষা চলছিল এদিন। অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স। যা মূলত ২ বছরের। অন্যদিকে রয়েছে তিন বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স বা জিএনএম।