Police arrested 2 miscreants in connection with bank robbery, the rest of the accused are absconding.
রাজ্য
মাধব কুমার মন্ডল, প্রতিনিধি :গাজোলে ব্যাংক ডাকাতির ঘটনার পর গুলি চালিয়ে দুই দুষ্কৃতিকে ধরলো পুলিশ। বাকিরা পলাতক বলে জানিয়েছে পুলিশ । বুধবার দুপুরে গাজোল থানার কৃষ্ণপুর এলাকার কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে প্রায় ছয় লক্ষ টাকার ডাকাতি করে সশস্ত্র একদল দুষ্কৃতি। এরপর গাজোল পেরিয়ে গাড়ি করে দুষ্কৃতির দলটি পুরাতন মালদা থানার ভাবুক অঞ্চলের সুকানদিঘী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে পালাচ্ছিল বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে দেয়। এরপরই সুকানদিঘী এলাকায় সরাসরি পুলিশের মুখোমুখি হয় ডাকাতদলের গাড়িটি । পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে ডাকার দল গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে। তখনই দুষ্কৃতীদের উদ্দেশ্যে পুলিশকে গুলি ছুড়তে হয় বলে অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে , গুলিবিদ্ধ দুই দুষ্কৃতীর নাম মাইদুল ইসলাম এবং সমীর মন্ডল । প্রথম জনের বাড়ি চাচোল থানার মালিকপাড়া এলাকায় । দ্বিতীয় জনের বাড়ি গাজোল থানার বটতলা এলাকায়। দুজনের পায়ে গুলি লেগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সুকাদিঘী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে রাস্তায় জেসিবি গাড়ির জন্য দুষ্কৃতীদের গাড়িটি আটকে যায়। সেই সময় পুলিশ ধাওয়া করে দুষ্কৃতির দলকে ধরার চেষ্টা করে। তখনই দুষ্কৃতীরা পাল্টা পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে পালাবার চেষ্টা করে। তাতেই গুলি চালিয়ে পুলিশ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে । গুলিবিদ্ধ দুই দুষ্কৃতি পুলিশি নজরদারিতে চিকিৎসাধীন রয়েছে মালদা মেডিকেল কলেজে । বাকি দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে পুলিশ।