The Tmc MLA got involved in the controversy over the encroachment of the reservoir
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মালদহে সমবায় সমিতির দখলে থাকা জলাশয় দখলের জন্য তাণ্ডব চালানোর অভিযোগ উঠল তৃনমূল বিধায়কের বিরুদ্ধে। মালদহের রতুয়ায় এক জলাশয়কে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত। সমবায় সমিতির দাবি সেই জলাশয় দখলের চেষ্টা করেছেন তৃণমূল বিধায়ক সমর বন্দ্যোপাধ্যায়। জলাজমি ঝুঝিয়ে দেওয়ার চেষ্টাও করা হচ্ছে। যদিও পাল্টা তৃণমুল বিধায়ক দাবি করেছেন, যাতে একালাবাসি সেই জলশয় ব্যবহার করতে পারেন, সেই জন্য মিটমাট করতেই নাকি তিনি সেখানে গেছিলেন। ভূমি দফতরের নিয়ম অনুযায়ী এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তা মালদহের বাজিতপুর কলোনি মৎসজীবী সমবায়ের হাতে যায়। কিন্তু ৮৯ একর সেই জমির ক্ষমতা দখল করতেই এবার তৃণমুল বিধায়ক আসরে নামলেন বলে অভিযোগ।