Kul Kul Naam Trinamool” Two Maldas 12 in 12 Assembly: Bobby Hakim.
রাজ্য
মাধব কুমার মন্ডল, মালদা
মালদার দুটি লোকসভা আসনে আমাদের হাড় হয়েছে,কিন্তু এবার ১২ তে ১২। মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে নেতৃত্ব এবং কর্মীদের এই দাবায় দিলেন রাজ্যের পুর ও নগরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু আদৌ কি ফিরহাদ হাকিমের এই হুঁশিয়ারির পর বদলাবে চিত্রটা? কারণ মালদায় এক এক জায়গায় নয়, প্রতি এক কিলমিটার অন্তর শাসক দলের পার্টি অফিস রয়েছে । জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী ! মালদা শহরের রথবাড়ি এলাকায় পার্টি অফিস তার। যদিও এটি জেলা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসম বেনজির নূরের পার্টি অফিস। একই রাস্তায় আরো দশ মিনিট পায়ে হেঁটে গেলে মিলবে জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকারের পার্টি অফিস। রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পার্টি অফিস রয়েছে শহরের কালিতলায়। এই রকম এক এক তৃণমূল নেতার এক এক পার্টি অফিস রয়েছে শহরের অলিগলিতে। তাহলে কিভাবে মন্ত্রী ফিরহাদ হাকিমের এই দাওয়াই কাজে লাগাবেন তৃণমূল নেতৃত্ব।
জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির সাফাই, লোকসভাতে আমরা হেরেছি কিন্তু এবার ১২ তে ১২। দাদা বলে গেলেন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে।