The police fired at the Safai police superintendent for self-defense.
রাজ্য
মাধব কুমার মন্ডল, সাংবাদিক :মালদহের মানিকচকে গুলি চালিয়েছে পুলিশ। অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয়ে আত্মরক্ষায় গুলি চালিয়েছে পুলিশ। জানালেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। মানিকচকের ঘটনা আহত থানার আইসি সহ তিন পুলিশ কর্মী। আরো তিনজন উপস্থিত বিক্ষোভকারী আহত হয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় আটক করা হয়েছে ২৬ জনকে। জানালেন মালদহের পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।
অবরোধ তুলতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ রক্তাক্ত পুলিশ কর্মী এরা একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। ওই বাড়ি ঘিরে ফেলে উত্তেজিত জনতা। বাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা হয়। সেই সময় বাড়িতে দুই মহিলা, এক শিশুর সহ 6 জন পুরুষ ছিলেন। তাঁদের জীবন রক্ষায় এবং নিজেদের আত্মরক্ষায় বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে। এরআগে রাবার বুলেট এবং কাদানে গ্যাসের সেল ফাটিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়নি। এক রাউন্ড গুলির কথা শিকার পুলিশ সুপারের।