A case has been registered against Mahua Maitra under special section of the Indian Penal Code
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: কয়েকদিন হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা এসেছে, যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে। কোনও আলোচনা ছাড়াই সংবিধান বদলের অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে। এরই মধ্যে ফের কেন্দ্র তথা বিজেপির সঙ্গে দ্বৈরথ লেগে গেল মহুয়া মৈত্রের। ন্যায় সংহিতা অনুযায়ী এবার তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করা হল। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্স রেখা শর্মাকে নিয়ে করা তাঁর মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই মামলা রুজু করা হল। জানা যাচ্ছে, হাথরাসে রেখা শর্মার সফর প্রসঙ্গ মহুয়া মৈত্র নিজের বক্তব্য রেখেছিলেন, কিন্তু তা পছন্দ না হওয়াতেই মানবাধিকার কমিশন জানিয়েছিল স্বতঃপ্রণোদিতভাবেই ব্যবস্থা নেওয়া হবে তৃণমূল সাংসদের বিরুদ্ধে। মহুয়ার মন্তব্য মহিলাদের সম্মানহানি করেছে বলে দাবি করেই এবার মামলা রুজু হয় ন্যায় সংহিতার বিশেষ ধারায়। ৭৯ নম্বর ধারা অনুযায়ী এই মামলা রুজু করা হয়েছে। রেখা শর্মা অভিযোগ জানানোর পর দিল্লি পুলিশে এফআইআর দায়ের করা হয়েছিল।