Mahmudullah Riyad announced his retirement from international T20 cricket
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার দিল্লিতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগেরদিন এই ফরমেটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানান, তিন ম্যাচের এই সিরিজ শেষেই তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টি থেকে অবসর নেবেন। টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়লেও তবে এখনই ছাড়ছেন না ওয়ানডে ক্রিকেট। দেশের হয়ে খেলবেন আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ।
ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচে খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ শেষ টি–টোয়েন্টি ম্যাচটি হবে আগামী ১২ অক্টোবর। সেদিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময়”।এর আগে ২০২১ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার।