Mahishasuramardini program of the radio can be heard on which channels?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই মহালয়া। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা। মহালয়ার সঙ্গেই জড়িয়ে রয়েছে একটি বিশেষ প্রভাতী অনুষ্ঠানের নস্টালজিয়া। আর তা হল বেতারের মহিষাসুরমর্দিনী অনুষ্ঠান। কোন কোন চ্যানেলে শোনা যাবে এই বিশেষ অনুষ্ঠানটি ? মঙ্গলবার বিকেলে আকাশবাণী কলকাতা তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করে এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছে।
আকাশবাণী কলকাতার পেজে সন্ধ্যে নাগাদ একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে প্রতিবারের মতো এই বছরও ভোর চারটের সময় আকাশবাণীর চ্যানেলে বিশেষ প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী শোনা যাবে। আকাশবাণীর এই অনুষ্ঠানটির রচয়িতা ছিলেন বৈদ্যনাথ ভট্টাচার্য। যিনি বাণীকুমার নামেই বেশি পরিচিত। অন্য়দিকে সুর ও পরিচালনার দায়িত্বে ছিলেন পঙ্কজ কুমার মল্লিক। সব শেষে হলেও যার নাম না করলেই নয়, তিনি হলেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। যার মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠবে মহালয়া-ভোরের আকাশ-বাতাস।
কোন কোন চ্যানেলে শোনা যাবে মহালয়ার অনুষ্ঠান ?আকাশবাণীর ওই পোস্টে জানানো হয়েছে, আকাশবাণী গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম ১০৭ প্রচারতরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও নিউজঅনএয়ার অ্যাপে শোনা যাবে মহালয়ার অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী।