Dhoni’s future in 2025 IPL is in the hands of BCCI
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক: ২০২৫ আইপিএলে কি খেলবেন মহেন্দ্র সিং ধোনি, ২০২৪ আইপিএলের শেষের পর থেকেই এই প্রশ্ন ঘোরাফেরা করেছে সর্বত্র। চলতি বছরের আইপিএলে এমএসডিকে চেনা ছন্দে দেখা যায়নি। কয়েকটা ম্যাচে ভালো খেললেও গোটা প্রতিযোগিতা জুড়েই চোট তাঁকে ভুগিয়েছে। কখনও কোমরে বেল্ট, তো আবার কখনও পায়ে বরফ ছিল মাহির নিত্যসঙ্গী। এরই মধ্যে এমএস ধোনি জানিয়ে দিলেন ২০২৫ আইপিএলে তিনি খেলবে কিনা। শোনা যাচ্ছে বুধবার বিসিসিআইয়ের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর বৈঠকে সিএসকে আবেদন জানিয়েছেন পাঁচ বছরের বেশি সময় হয়ে গেছে ধোনির অবসর নেওয়ার, তাই এবার তাঁকে পুরনো নিয়মে আন ক্যাপড ক্রিকেটার ঘোষণা করা হোক, যদিও অনেক দলই তাতে রাজি নয়। কারণ এক্ষেত্রে অনেক কম খরচে ধোনিকে দলে রাখতে পারবে বিসিসিআই। এদিকে এমএস ধোনিকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, আগামী আইপিএল নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন বিসিসিআইয়ের নতুন প্লেয়ার রিটেনশন পলিসির পর। এখন বল তাই বিসিসিআইয়ের কোর্টে।