BJP-led Mahayutti Alliance secured a decisive victory in the Maharashtra Assembly elections.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাযুটি জোট একটি নির্ধারক বিজয় অর্জন করেছে। এই জোটে অন্তর্ভুক্ত ছিল বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠী। তারা কংগ্রেস, শরদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব ঠাকরের শিবসেনা (ইউবিটি) নিয়ে গঠিত মহা বিকাশ আগাড়ি (এমভিএ) জোটকে কার্যত পরাস্ত করেছে।
মহাযুতির জয়ের পেছনের কয়েকটি প্রধান কারণ:
মহিলাদের সমর্থন:- এই নির্বাচনে মহিলাদের ভোটার সংখ্যা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। ২০১৯ সালের তুলনায় ৫৩ লাখ বেশি নারী ভোট দিয়েছেন, যা ভোটদানে ছয় শতাংশ বৃদ্ধি ঘটিয়েছে। মহাযুটি তাদের ‘লাড়কি বেহন যোজনা’র মাধ্যমে এই ভোটারদের আকৃষ্ট করতে পেরেছে, যার আওতায় ২.৫ কোটিরও বেশি নারীকে প্রতিটি ১,৫০০ টাকা পাঁচটি কিস্তিতে প্রদান করা হয়। নির্বাচনের আগে এই পরিমাণ বাড়িয়ে ২,১০০ টাকা করার প্রতিশ্রুতি নারীদের মধ্যে বিশেষভাবে সাড়া ফেলেছে।
কৃষক ও গ্রামীণ ভোট:- কংগ্রেস বিদর্ভে কৃষি সংকটের ওপর জোর দিয়ে তাদের সমর্থন ফিরিয়ে আনার চেষ্টা করলেও, মহাযুটি দীর্ঘমেয়াদি কৃষি সংস্কার এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছে।
‘ ওবিসি সেফ হ্যায়’ স্লোগান:- ওবিসি ভোট কৌশলগতভাবে নিজেদের পক্ষে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্লোগান ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ অত্যন্ত কার্যকর হয়েছে। এই স্লোগান এমভিএর সমালোচনার মুখে পড়লেও ভোটারদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে।