Mahayuti alliance is once again forming the government in Maharashtra. Can Hemant Soren be the Chief Minister again?
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: ব্যাপক লিড নিয়ে মহারাষ্ট্রে আবারও সরকার গড়ছে মহাযুতি জোট। বিজেপি নেতৃত্বাধীন এই জোট ইতি মধ্যেই ম্যাজিক ফিগার ১৪৫ আসন ছাড়িয়ে অনেক এগিয়ে গিয়েছে।
অন্যদিকে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে ঝাড়খণ্ডে। ক্ষমতাসীন জেএমএম-কংগ্রেস জোট প্রাথমিকভাবে পিছিয়ে থাকার পরে ঝাড়খণ্ডে আবারও সরকার গড়ার পথে। আবারও মুখ্যমন্ত্রী হতে পারেন হেমন্ত সোরেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহারাষ্ট্রে বিজেপি, অজিত পাওয়ারের এনসিপি গোষ্ঠী এবং একনাথ শিন্ডের শিবসেনার মহাযুতি জোট ২০০-র বেশি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এককভাবে ১১৫টি আসনে এগিয়ে রয়েছে এবং শিন্ডের শিবসেনা ৫৮টি আসনে এগিয়ে রয়েছে। ২৮৮ আসনের বিধানসভায় বিরোধী মহা বিকাশ আঘাড়ি (MVA) ৭৫টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে।
ঝাড়খণ্ডে, একটা টানটান রেস চলছে। হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট ৮১টি বিধানসভা আসনের মধ্যে ৪১টিতে এগিয়ে রয়েছে, যেখানে এনডিএ ৩৭টিতে এগিয়ে রয়েছে৷ ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার ৪২৷ একটা সময় এই দুই জোটের মধ্যে কড়া টক্কর চলছিল। একবার এই জোট এগিয়ে যাচ্ছিল তো পরক্ষণেই অন্য জোট। শেষে হেমন্ত সোরেনের মুখেই হাসি ফুটবে বলে ট্রেন্ড দেখে মনে করা হচ্ছে।