Who will sit in the chair of the Chief Minister of Maharashtra? There is speculation
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: উপমুখ্যমন্ত্রীর সান্ত্বনা পুরস্কার নয়। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবেন না বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বুধবার স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিল শিন্ডেপন্থী শিবসেনা।
প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে ২৩০টি বিধায়ক জিতে শিন্ডেপন্থী শিবসেনা, বিজেপি এবং অজিত পাওয়ার গোষ্ঠীর এনসিপির মহায়ুতি জোট ক্ষমতায় এসেছে। তার মধ্যে বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন। শিবসেনা মাত্র ৫৭ এবং এনসিপি ৪১টিতে জিতেছে। স্বভাবতই বিজেপি মুখ্যমন্ত্রী পদের দাবি জানাচ্ছে। তা নিয়েই বিস্তর জলঘোলা চলছে মারাঠা রাজনীতিতে।
শিবসেনা (শিন্ডে) ‘বিহার মডেল’ মেনে একনাথ শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার দাবি তুললেও কার্যত সেই সম্ভাবনা খারিজ করে দিল বিজেপি। বিজেপির জাতীয় মুখপাত্র প্রেম শুক্ল বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিহারের মতো পরিস্থিতি মহারাষ্ট্রে নেই। নিজের মন্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, “ভোটের আগেই নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিল বিজেপি। কিন্তু মহারাষ্ট্রে আমরা এমন কোনও কথা দিইনি। তা ছাড়া মহারাষ্ট্রে আমাদের সাংগঠনিক ক্ষমতাও বেশি।”
মুম্বইয়ে কান পাতলে বিভিন্ন সূত্রে বিবিধ সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। যে সম্ভাবনাটির কথা বেশি শোনা যাচ্ছে, তা হল, দেবেন্দ্র ফডণবীসকে মুখ্যমন্ত্রী করে একনাথ শিন্ডেকে কেন্দ্রীয় মন্ত্রী করা হবে। তবে এই সূত্রে শিন্ডেসেনা রাজি হবে কি না, স্পষ্ট নয়। মঙ্গলবার সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানায়, বিজেপি পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি নিয়ে এগোতে চাইছে। সে ক্ষেত্রে প্রথমে সম্ভাব্য মন্ত্রিসভা গঠন করা হবে। শরিক দলগুলির মধ্যে দফতর বণ্টন করার পর পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে।