Horrible bus accident in Maharashtra, about 12 dead, many injured
ভয়াবহ বাস দুর্ঘটনা মহারাষ্ট্রে। ঘটনায় মৃত্যু হল ১২ জনের। আহত হয়েছেন ২৩ জন। শনিবার রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলার সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের ভাইজাপুর এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা যাত্রীবোঝাই একটি মিনিবাস ধাক্কা মারে একটি কনটেনারে। বাসে ছিলেন ৩৫ জন যাত্রী। দুর্ঘটনা জেরে ঘটনাস্থলেই ১২ জন যাত্রীর মৃত্য়ু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন পাঁচজন পুরুষ, ছয়জন মহিলা ও এক নাবালিকা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই উদ্ধারকাজে নেমেছে প্রশাসন। মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপুরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে।