Nachiketa-Rachna won the Mahanayak Samman Awarded by singer Nachiketa, MP Rachna and many others
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: আজ ২৪ জুলাই। মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির শিল্পীদের সম্মান জানাতে প্রতিবছরই ‘মহানায়ক সম্মান’ দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী নিজেই বিশেষ উদ্যোগ নিয়ে এই সম্মান চালু করেন। এবার সেই সম্মান দেওয়া হল সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তীকে। একই সঙ্গে এই সম্মান পেয়েছেন তৃণমূলের অভিনেত্রী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ও।
মমতা জানিয়েছেন, ২০২৩ পর্যন্ত ২৩ জনকে মহানায়ক সম্মান দেওয়া হয়েছে, ৪১ জনকে বর্ষসেরা সম্মান দেওয়া হয়েছে, ১৪১ জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে।
২০২৪ উত্তম স্মরণ মঞ্চ থেকে এবারের মহানায়ক সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হল। এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, নচিকেতা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র এই পুরস্কার পেয়েছেন। ইতিমধ্যেই এই পুরস্কার দেব, অঙ্কুশ হাজরা, বনি সেনগুপ্ত সহ টলিউডের একাধিক অভিনেতাই পেয়েছেন সিনেমা জগতে তাঁদের অবদানের জন্য।